নওগাঁয় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

Oct 11, 2025 - 18:25
 0  3
নওগাঁয় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছি উপজেলায় ডাকাত সন্দেহে আসাদুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জগৎনগর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আলামিন নামে এক ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার রাতে আসাদুল ও তার দুই সহযোগী প্রবেশ করে। এ সময় ডাকাত সন্দেহে তাদেরকে ধরতে গেলে ধস্তাধস্তি করে দুইজন পালিয়ে যায়। পরে আসাদুলকে আশপাশের লোকজন এসে বেঁধে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে পুলিশ এসে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) আব্দুল আউয়াল বলেন, শনিবার ভোরে খবর পেয়ে আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তি ডাকাতির সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow