সাদুল্লাপুরে ১৬ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ, পরামর্শ দিচ্ছে কৃষি অফিস

Oct 12, 2025 - 23:14
Oct 12, 2025 - 23:16
 0  4
সাদুল্লাপুরে ১৬ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ, পরামর্শ দিচ্ছে কৃষি অফিস
ছবি : সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে ১৬ হাজার হেক্টরের বেশি জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিস জানায়, আগাম প্রস্তুতি হিসাবে সব কারেন্ট পোকা ও অন্যান্য বালাই দমনে মাঠ পর্যায়ে কৃষকদের পাশে রয়েছেন কৃষি কর্মকর্তারা।

সাপ্তাহিক ছুটির দিনে শনিবার (১১ অক্টোবর) উপজেলার ১১ টি ইউনিয়নের কৃষকদের সাথে খন্ড খন্ড ক্যাম্পেইন চালানো হয়। এতে কুষি কর্মকর্তারা রোপা আমন খেতে আগাম রোগ ও পোকামাকড় দমনে করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শ দেন।

স্থানীয় কৃষকরা জানায়, ‘‘এই মৌসুমে এক বিঘা জমিতে আমন ধানের চাষাবাদ করেছে। ক্ষেতে যেনো রোগ বালাই বা পোকামাকড় আক্রমণ না করতে পারে, সে বিষয়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিচ্ছে। এতে আমরা অনেক উপকৃত হচ্ছি এবং ভালো ফলনের আশায় আছি।’’

কৃষি কর্মকর্তারা বলেন, ‘‘আমরা মাঠে ও মসজিদে গিয়ে কৃষকদের সাথে সরাসরি কথা বলছি। কারেন্ট পোকা বা অন্যান্য বালাই দমনে কিভাবে আগাম ব্যবস্থা নেওয়া যায়। সে বিষয়ে আমাদের ক্যাম্পইনের মাধ্যমে সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি অফিসের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে। এতে করে কৃষকরা ধানের রোগবালাই সম্পর্কে সচেতন হচ্ছেন এবং ক্ষতির ঝুঁকিও কমছে।’’

উপজেলা কৃষি কর্মকর্তার মতে, সঠিক সময়ে বালাই দমন এবং আধুনিক কৃষিপ্রদ্ধতি অনুসরণ করা গেলে চলতি মৌসুমে সাদুল্লাপুরে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow