বীরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন অংশে ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর নেতৃত্বাধীন ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল মাহমুদ বিল্পবের পৃথক পৃথক দুইটি কর্মসূচি পালিত হয়েছে।
দুই গ্রূপ জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন, বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী ছাত্র দলের কৃতিময় কর্মকাণ্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান সম্পর্কে আলোচনা এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা করে সাধারণ সম্পাদক জাকির হোসেনের ধলুর নেতৃত্বে একটি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
ইকবাল মাহমুদ বিপ্লব গ্রুপের র্যালি বেলা ৩ টায় দলের সাধারন সম্পাদক জাকির হোসেন ধলুকে প্রধান অতিথি করে বিশাল ছাত্রদের গনজামায়াত করে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল, সাবেক ছাত্রনেতা আক্কাস আলীসহ অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অপরদিকে সকাল ১১ টায় আকাশ চৌধুরী গ্রুপের কর্মসুচিতে পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, জেলা বিএনপি নেতা সুভাষ দাস, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, কৃষক দলের যুগ্ন আহবায়ক লাইছুর রহমান লিপু উপস্থিতিতে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে আলোচনা সভায় অংশ নেন।
বেশ কিছুদিন থেকে বীরগঞ্জে বিএনপি দলীয় নেতারা দুই গ্রূপে বিভক্ত হয়ে বিভিন্ন প্রোগ্রাম ও জাতীয় দিবস গুলো পালন করতে দেখা যাচ্ছে। এলাকায় বিএনপির এক সময়ের মাঠ কাপানো দাপুটে প্রবীন নেতারা দ্বিধা-দ্বন্দ্বে ভুগলেও সম্প্রতি তারা মাঠের নেতা সাধারণ সম্পাদক ধলুর গ্রুপেই কাজ করতে দেখা যাচ্ছে।
কর্মসূচী সফল করতে উভয় গ্রুপে সকল ইউনিয়ন ছাত্রদল, বিএনপি, যুবদল, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিতে দেখা গেছে।
What's Your Reaction?