ঠাকুরগাঁওয়ে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলাম শ্রদ্ধা জানান।
এছাড়া পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
এর আগে রাত সাড়ে ১১টা থেকে ফুলের ডালা, ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকে শহীদ মিনার চত্বরে।
What's Your Reaction?






