আশুলিয়ায় চাকরির প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

Aug 6, 2025 - 23:35
 0  1
আশুলিয়ায় চাকরির প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় চাকরির প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ আরিফ হোসেন (২৫) নামের এক যুবককে ঢাকার দোহার থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকার দোহার থানাধীন রতন চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সে দোহারের নিকড়া এলাকার মনির হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার আরিফ গত ২২ মে সকালে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে চাকরির প্রলোভন দিয়ে ১৭ বছরের এক কিশোরীকে নিয়ে ঢাকার দোহারে চলে যায়। সেখানে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে আরিফ। এর ২ দিন পর গত ২৪ মে সকালে ভুক্তভোগী কিশোরী কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে আশুলিয়ায় চলে আসে এবং তার বাবা-মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দোহারে অভিযান চালিয়ে আরিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow