লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ১৫ গ্রাম প্লাবিত

Jul 30, 2025 - 22:25
 0  7
লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ১৫ গ্রাম প্লাবিত
ছবি : সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় সেখানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

এদিকে গতরাতে জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য ধুবনী গ্রামে তিস্তার পানির তোড়ে একটি কাঁচারাস্তা ভেঙে ফসলি জমি ডুবে গেছে, বিচ্ছিন্ন রয়েছে ওই এলাকার যোগাযোগ।
 
অপরদিকে নদীর পানি বেড়ে জেলার বিভিন্ন এলাকার রোপা আমন ক্ষেত ডুবে গেছে। আদিতমারীর মহিষখোচাসহ কয়েকটি এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজার খানেক পরিবার।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, প্রশাসন সার্বক্ষণিক খোঁজ নিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow