ব্যাংককের ‘অর তোর কোর’ বাজারে গোলাগুলিতে হামলাকারীসহ নিহত ৫

Jul 28, 2025 - 14:17
 0  3
ব্যাংককের ‘অর তোর কোর’ বাজারে গোলাগুলিতে হামলাকারীসহ নিহত ৫
ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককের অর তোর কোর বাজারে এক ব্যক্তির গুলিবর্ষণে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীও মারা গেছে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে নিরাপত্তা কর্মীও রয়েছেন। স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এক ব্যক্তি বাজারে প্রবেশ করে হঠাৎ এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিনিময়ে বা আত্মঘাতী পদক্ষেপে নিহত হয়েছেন হামলাকারীও।

এই বাজারটি থাইল্যান্ডের অন্যতম বিখ্যাত স্থান, যেখানে উচ্চমানের তাজা ফল, সামুদ্রিক খাবার ও স্থানীয় কৃষিপণ্য বিক্রি হয়। পর্যটক ও স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় এই বাজারটি ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।

থাই পুলিশ এখনও হামলাকারীর মোটিভ (উদ্দেশ্য) খুঁজছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্যক্তিগত দ্বন্দ্ব বা মানসিক সমস্যার কারণে ঘটে থাকতে পারে।

থাইল্যান্ডের সরকার ও স্থানীয় প্রশাসন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow