ঝালকাঠিতে মাদক মামলার পলাতক আসামি অপু গ্রেপ্তার

May 26, 2025 - 13:57
 0  4
ঝালকাঠিতে মাদক মামলার পলাতক আসামি অপু গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ তৌহিদুর রহমান ওরফে অপু (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৫) মে রাত ৮টার দিকে উপজেলার উত্তর সাউদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৌহিদুর রহমান উওর সাউদপুর এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ১০০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আদালত তাকে চার বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনজুরুল আলমের নেতৃত্বে উওর সাউদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজাপুর থানার ওসি মোঃ ইসমাইল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। রবিবার রাতে নিজ এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow