নগরকান্দায় দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর সম্পাদক হিরা

May 24, 2025 - 19:50
 0  2
নগরকান্দায় দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর সম্পাদক হিরা
ছবি : সংগৃহীত

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় দলিল লেখক সমিতির ২০২৫- ২০২৬ সনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আনিছুর রহমান খান (হিরা)।

শনিবার (২৪ মে) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ভোট গণনার সময় নির্ধারন করা হলেও নির্ধারিত সময়ের ১ ঘন্টা আগেই নির্বাচন সম্পন্ন হয়। মোট ৪১ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুধু মাত্র সভাপতি পদে সরাসরি ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

মোঃ জাহাঙ্গীর তালুকদার ৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী কাজী জাকির হোসেন (রাজু) পেয়েছেন ১০ ভোট।

বাকি সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। কমিটির বাকিরা হলেন সহ-সভাপতি আঃ সাত্তার খান, সহ- সাধারণ সম্পাদক মোঃ সুফি আলম (মিন্টু), সাংগঠনিক সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মজিবর রহমান।

এছাড়া সদস্য পদে মোঃ কবির হোসেন মিঞা, মোঃ মিরান হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ কামাল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মোঃ মাহবুব আহাদ নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান পান্নু ও মোঃ লাভলু মাতুব্বর। শত শত উৎসুক জনতা নির্বাচন দেখতে কেন্দ্রের বাহিরে অপেক্ষা করতে থাকেন।

নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন।নগরকান্দা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান মিজান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow