বিএনপির মনোনয়ন পাওয়ার পর বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বৃহস্পতিবার সকালে নিজ এলাকা লস্করদিয়া গ্রামে এসে বাবা ওবায়েদ মঞ্জিলের কবরে পুস্প অর্পন করেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসায় হাজারো নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সকাল থেকেই লস্করদিয়া ওবায়েদ মঞ্জিল প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
জিয়ারত শেষে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘এই আসনটি আমার প্রয়াত পিতা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের স্মৃতি বহন করে। তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে আমি জনগণের পাশে থাকতে চাই। বিএনপির পুনর্জাগরণের পথে ফরিদপুর-২ আসন হবে ঐক্যের প্রতীক।’
এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
What's Your Reaction?

