আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

জনপ্রিয় নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ১৯ মে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠেয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে তিনি এ সম্মাননা পাচ্ছেন বলে জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনে সংগীতজগৎ থেকে বিতাড়িত ছিলেন জনপ্রিয় এ নজরুলসংগীতশিল্পী। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন হলে তিনি সংগীতাঙ্গনে ফিরে আসেন। এর পর থেকেই তিনি দেশের গণমাধ্যমের বিভিন্ন চ্যানেলে তার গান পরিবেশন করে যাচ্ছেন।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে সম্মাননা পাওয়া প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, শুধু সংগীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্রের গানসহ সংগীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই ২০ বছর ধরে রেখেছে।
তিনি বলেন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষকে সম্মানিত করার মধ্য দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে তোলে। ফেরদৌস আরা বলেন, যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এ ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষকে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসাবে কাজ করে।
এ সংগীতশিল্পী বলেন, এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে— এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে বলে মনে করছি।
What's Your Reaction?






