রাজাপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের ৯ ওয়ার্ড ছাত্রদল নেতা তুহিন হাওলাদারের নেতৃত্বে দক্ষিন তারাবুনিয়া খুপড়িঘর তুলে শামিম আহসান নামে এক ইনস্যুরেন্স কর্মকর্তার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় দক্ষিন তারাবুনিয়া গ্রামের মৃত আঃ গনি হাওলাদারের ছেলে ভুক্তভোগী মোঃ শামীম আহসান থানায় লিখিত অভিযোগ দিয়েছে। শামিম ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর পিরোজপুর জেলার অফিসের (আইসিটি ও ইউডাবিউ) সিনিয়র নির্বাহি কর্মকর্তা পদে কর্মরত।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শামিম আহসানের মোট সাড়ে ৩১ শতাংশ রয়েছে, যার মধ্যে কিছু জমি ক্রয়কৃত। ওই জমি দখলে নেয়ার উদ্দেশ্যে বিবাদী হালিম হাওলাদার, আবুল বাসার, আলিম হাওলাদার, তুহিন হাওলাদার, ইমরান, শাহিনসহ প্রতিপক্ষরা গত শুক্রবার দিবাগত গভীর রাতে টিন ও কাঠ দিয়ে একটি খুপড়ি ঘর উত্তোলন করে। ওই জমিতে পাঁচ বছর আগে লাগানো বিভিন্ন গাছ বিবাদী জোরপূর্বক বিক্রি করে এবং কেটে নষ্ট করে ফেলে।
এ ঘটনায় মামলা চলমান রয়েছে। শামীম আহসান অভিযোগ করেন, তুহিন হাওলাদার নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে তাকে বিভিন্ন ভাবে হুমকি ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি দিচ্ছে। তার নেতৃত্বেই জমি দখল। এ কারনে এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। কয়েকবার এ নিয়ে শালিশ বৈঠক হয় এবং শালিশদাররা রোয়েদাদ দিলেও প্রতিপক্ষরা তা মানেনি।
অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা তুহিন হাওলাদার জানান, তারা তার দাদার জমিতে ঘর তুলেছেন, কারও জমি দখল করেনি। বিগত দিনে তাদের জমিই জোর করে ভোগ করেছে এবং মামলা দিয়ে হয়রানি করেছে বলেও দাবি করেন তিনি।
রাজাপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে এবং উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?