আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি : হাসনাত
কুমিল্লা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করিনি। সারা বাংলাদেশে কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কোনো ব্যক্তি বা কারও পকেট থেকে অবৈধভাবে এক কাপ চায়ের টাকাও নিয়েছি।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদ, যিনি এই আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা অতীতে কেন্দ্র দখল করেছে, যারা ভবিষ্যতে কেন্দ্র দখল করতে চায় বা এতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে- আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, সংস্কার ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। আমাদের বিভাজনের চেষ্টা চলছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, আপনি আমার বিরুদ্ধে ভোট দিন- আমি আপনার ভোট দেয়ার অধিকার নিশ্চিত করব। কিন্তু কেউ যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসে, কেন্দ্র দখল করতে আসে, প্রশাসন, পুলিশ, ক্যাডার বা অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করতে চায়- তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে দাঁড়াব।
তিনি আরও অভিযোগ করে বলেন, কিছু মানুষ নির্বাচনকে ঋণ খেলাপি পরিশোধের উপলক্ষ মনে করছে। নির্বাচনের পর দেবীদ্বারের উন্নয়নের টাকা লুট করে ব্যাংক ঋণ শোধ করার স্বপ্ন দেখছে। তাদের হুঁশিয়ার করে দিচ্ছি- এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।
বেগম খালেদা জিয়া সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, দল-মত নির্বিশেষে তিনি ছিলেন সবার প্রিয় নেতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে দীর্ঘদিন জেলবন্দি রেখে তিলে তিলে হত্যা করেছে। হাসিনা তাকে নিয়ে বিদ্রূপ করলেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবন থেকেই আমরা ভবিষ্যতের রাজনীতির শিক্ষা নেব।
দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ এবং এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার।
What's Your Reaction?

