চট্টগ্রাম বন্দর ছাড়া অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় : প্রধান উপদেষ্টা

May 14, 2025 - 21:55
 0  2
চট্টগ্রাম বন্দর ছাড়া অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড, একে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। আজ বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে চট্টগ্রাম বন্দর বিশেষ ভূমিকা রাখবে। বন্দরটি সেরা হলে দেশের অর্থনীতিও সেরা হবে। যদি এই বন্দরকে সঠিকভাবে কাজে লাগানো যায় দেশের অর্থনীতি বিশাল হবে।

চট্টগ্রামবাসী ব্যবসা বোঝে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, শুধু চট্টগ্রাম বা পুরো বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাংলাদেশিরা ব্যবসা করে দেখাবে।

যারা চট্টগ্রাম বন্দরে যুক্ত হবে তারা সারা বিশ্বে ছড়িয়ে পরবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকারে। এ সরকারের দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের মতো চট্টগ্রামে গেলেন প্রধান উপদেষ্টা। এদিন সকাল সোয়া নয়টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow