টেম্পো ড্রাইভার শ্রাবণ কুমার এখন বিমান সংস্থার মালিক!

Jan 1, 2026 - 18:19
 0  6
টেম্পো ড্রাইভার শ্রাবণ কুমার এখন বিমান সংস্থার মালিক!
ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুরের শ্রাবণ কুমার বিশ্বকর্মা এক অনুপ্রেরণার নাম। একসময় টেম্পো চালাতেন এরপর উদ্যোক্তা এখন তিনি ভারতের নতুন এয়ারলাইন শঙ্খ এয়ার-এর প্রতিষ্ঠাতা।

ছোটবেলায় পড়াশোনায় তেমন মনোযোগী ছিলেন না শ্রাবণ। জীবিকার প্রয়োজনে তিনি বিভিন্ন কাজ করেছেন। একসময় টেম্পো চালিয়েছেন। লোডার হিসেবেও কাজ করেছেন। তবে কোনো ব্যর্থতাই তাকে দমাতে পারেনি। তিনি ছোট পরিসরে ব্যবসা শুরু করেন।

তবে পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে সাফল্য এসেছে। ২০১৪ সালে তিনি সিমেন্ট ও স্টিল ব্যবসায় যুক্ত হন তিনি। আর তাতেই যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান! খুব অল্প সময়ে পরিবহন খাতে নিজের অবস্থান শক্ত করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বড় একটি ট্রাক ফ্লিট গড়ে তোলেন।

তবে তার স্বপ্ন যে ছিল সীমাহীন। বছর চারেক আগে বিমান সংস্থা চালু করার পরিকল্পনা। সেই লক্ষ্য নিয়ে শুরু হয় দীর্ঘ প্রস্তুতি। প্রয়োজনীয় নথি ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি সময় দেন। অবশেষে তার সেই স্বপ্ন বাস্তবের পথে।

শঙ্খ এয়ার ইতোমধ্যে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়েছে। ২০২৬ সালের শুরুতে সংস্থাটির ফ্লাইট পরিচালনা শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে শঙ্ক এয়ার তিনটি এয়ারবাস বিমান দিয়ে যাত্রা শুরু করবে। লখনউ থেকে দিল্লি ও মুম্বাইসহ বড় শহরে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে অভ্যন্তরীণ রুট আরও বাড়ানোর চিন্তাও আছে।

শ্রাবণ বিশ্বকর্মা মনে করেন, বিমান ভ্রমণ শুধু ধনীদের জন্য নয়। সাধারণ মানুষও যেন স্বল্প খরচে বিমান যাত্রা করতে পারে, সেটিই তার লক্ষ্য।

সূত্র: হিন্দুস্তান টাইমস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow