মোবাইল আমদানিতে বড় ছাড়, দাম কমছে স্মার্টফোনের
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তের কথা জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি (কাস্টমস শুল্ক) ব্যাপক হারে কমানো হয়েছে।
আমদানি করা ফোন: আগে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, যা কমিয়ে এখন ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে সামগ্রিক করভার ৬১.৮০ শতাংশ থেকে কমে ৪৩.৪৩ শতাংশে নেমে আসবে।
স্থানীয় উৎপাদন: দেশে যারা মোবাইল ফোন উৎপাদন করেন, তাদের জন্য কাস্টমস শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
শফিকুল আলম জানান, বর্তমানে বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত বা ‘ইউজড’ মোবাইল ফোন দেশে আনা হয়। এগুলো কিছুটা মেরামত (রিফারবিশড) করে বাজারে বিক্রি করা হয়, যার ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হন এবং সরকারও বড় অঙ্কের রাজস্ব হারায়।
নতুন এই শুল্ক ছাড়ের ফলে সরকার আশা করছে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।
পাশাপাশি মোবাইল ফোন শিল্পে আরও বিনিয়োগ আসবে এবং স্থানীয় ইন্ডাস্ট্রি আরও প্রসারিত হবে। বৈধ পথে ফোন আমদানির পরিমাণ বাড়বে, যা ক্রেতাদের গুণগত মানের নিশ্চয়তা দেবে।
এই সিদ্ধান্তের ফলে নতুন বছরে দেশের স্মার্টফোন বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং গ্রাহকরা আগের চেয়ে কম দামে ভালো মানের ফোন কিনতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?

