‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’ স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Mar 9, 2025 - 22:38
 0  2
‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’ স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছবি : সংগৃহীত

সারাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদ এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় তারা ধর্ষণের বিরুদ্ধে 'ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু', 'তুমি কে আমি কে আছিয়া আছিয়া', 'জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস', 'আমার বোনের কান্না, আর না আর না, সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে সহ নানান শ্লোগান দেন। পরে মিছিল সহ ক্যাম্পাসে ফিরে আসেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার আহ্বায়ক ইভান তাহসিব বলেন, সামাজিকভাবে নারীদের যে হেয় করা হয় তার প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি। সারাদেশে অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্য সচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচার প্রক্রিয়া বারবার দীর্ঘ করা হয়েছে। ২৪-এর আন্দোলনের পরও যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।

তিনি আরও বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়ংকর পাপ। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের আন্দোলনের লক্ষ্য—ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আইনের কঠোর প্রয়োগ এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।

এছাড়া আজ রাতে শিক্ষার্থীদের মশাল মিছিল ছাড়াও সারাদেশে চলমান ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের সার্বিক নিরাপত্তা বিধানে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দুপুরে ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বিক্ষোভ সমাবেশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow