৬ বছর পর সিএবি সভাপতি হিসেবে ফিরলেন সৌরভ গাঙ্গুলি

দীর্ঘ ৬ বছর পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সোমবার (২২ সেপ্টেম্বর) কলকাতায় সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় মহারাজের গোটা প্যানেল।
দিন কয়েক আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল সৌরভ গাঙ্গুলি সিএবির প্রেসিডেন্ট হতে চলেছেন। সোমবার শহরের এক পাঁচতারা হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাত্র ৫০ মিনিটের সম্মেলন। সেখানেই সরকারিভাবে সৌরভকে সিএবি প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। চওড়া হাসি, শরীরিভাষায় প্রবল আত্মবিশ্বাস নিয়ে রাত সাড়ে ৯টার কিছু আগে পুরো দল নিয়ে সিএবিতে হাজির হন মহারাজ।
আতসবাজির রোশনাইয়ে ইডেনে সৌরভকে বরণ করে নেয় অনুরাগীরা৷ প্রথমে সহসভাপতি নীতীশ রঞ্জন (অণু) দত্তকে নিয়ে মহারাজ চলে যান তার ঘরে, বসিয়ে দেন চেয়ারে৷পরে একে একে কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সচিব বাবলু কোলে ও যুগ্মসচিব মদন ঘোষকে তাদের চেয়ারে বসিয়ে নিজের চেয়ারে গিয়ে আসন গ্রহণ করেন প্রেসিডেন্ট সৌরভ৷সেইসঙ্গে বাংলার ক্রিকেট প্রশাসনে দ্বিতীয় ইনিংস শুরু হয় তার৷
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, ইডেনের সিএবির একটা পরিকাঠামো আছেই৷ সেখানে ছোটখাটো কিছু সংযুক্তি কিংবা পরিবর্তন আসবে৷ এর পিছনে কোনও রকেট সায়েন্স নেই।
সৌরভ বলেন, অনেক পরিকল্পনা রয়েছে। আপাতত রনজি ট্রফির প্রস্তুতি নিয়ে বাংলা দলের সঙ্গে বৈঠক করব। দু’মাস পর রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। খুব ভালো খেলা হবে। পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ। আশা করছি, আমরা একটা বড় ম্যাচ পাব। একই সঙ্গে পরিকাঠামোর উন্নয়নেও জোর দিতে হবে। ২০২৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর ইডেনের গ্যালারি সংস্কারের কাজ শুরু হতে পারে। আমাদের লক্ষ্য আসন সংখ্যা বাড়িয়ে এক লক্ষ করা।
সাবেক এ অধিনায়ক আরও বলেন, বাংলা ক্রিকেট নিয়ে পুরোপুরি মাথা ঘামানো শুরু করিনি এখনও, দ্রুত শুরু করে দেব। আপাতত বলতে পারি, ডুমুরজলায় ক্রিকেট অ্যাকাডেমির জন্য জমি পেয়েছি আমরা৷ খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে।
একইসঙ্গে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি আয়োজনের বিষয়টি সৌরভ নিজের অগ্রাধিকারের তালিকায় রেখেছেন। ১৪ নভেম্বর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে খেলতে নামবে। সেই ম্যাচ মসৃণভাবে পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচের পর ইডেন গার্ডেন্সে এটিই হবে প্রথম টেস্ট।
গুঞ্জন ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন মিথুন মানহাস৷তার আগে নয়া বোর্ড প্রেসিডেন্ট ও তার কমিটিকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখেন সৌরভ।
What's Your Reaction?






