জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

Nov 14, 2025 - 03:50
 0  5
জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সব দায়িত্ব পালন করছি। ওই একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে অনৈক্য খুব বেশি নয়। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে তারা। কেউ বলছে, আইনের মাধ্যমে, কেউ বলছে অধ্যাদেশ জারির মাধ্যমে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক বিষয়।

ড. ইউনূস বলেন, গণভোটের ব্যালটে থাকবে চারটি প্রশ্ন। দিতে হব্যে ‘হ্যা’ অথবা ‘না’ উত্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow