বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে যুব ওয়ানডে সিরিজে সমতা আনল আফগানিস্তান
৫ ম্যাচ সিরিজের তৃতীয় যুব ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯। আগে ব্যাট করে ফয়সাল খানের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৭৫ রান করে আফগান যুবারা। জবাবে ৩৭ ওভার ২ বলে ১৭৩ রানেই অলআউট হয় আজিজুল হাকিমের দল।
বুধবার (৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুটা খুব ভালো হয়নি সফরকারীদের। তবে দুই ওপেনার ফেরার পর প্রথমে নিয়াজি ও পরে মাহবুব খানকে সঙ্গে নিয়ে বড় ইনিংস খেলেন ফয়সাল খান। সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ফেরেন আজিজুল হাকিমের বলে।
এরপর বেশ কিছু উইকেট হারালেও অপরাজিত ৬৮ রানের ইনিংসে দলকে ২৭৫ রানের পুঁজি এনে দেন মাহবুব।
জবাবে ওয়াহিদুল্লাহ জাদরানের ঘুর্ণিতে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মিডল অর্ডারে কাকলাম সিদ্দিকী ও রিজান হোসেন ফিফটি হাঁকালেও জাইতুল্লাহ শাহীনের স্পিনে বাকিরা ভেঙে পড়েন হুড়মুড়িয়ে।
বাংলাদেশের শেষ ছয় ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে না পারায় বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ।
উল্লেখ্য, শুক্রবার একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দু'দল।
What's Your Reaction?

