ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১৩ পর্যবেক্ষককে অব্যাহতি

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠি জেলায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে একজন কেন্দ্রসচিবসহ ১৩ জন পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও তাতে সহযোগিতার দায়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলার নলছিটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার দ্বিতীয় দিনে উপজেলায় ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ৮ পর্যবেক্ষক ও একজন কেন্দ্রসচিবকে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
নলছিটি উপজেলার ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব হলেন- ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ফিরোজ আলম। এছাড়া আট শিক্ষক হলেন- এসএম কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান তপু, ইসরাত জাহান, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামু হক সজিব। তারা ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয়, তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয় ও মর্ডান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং জেলার কাঠালিয়া উপজেলায় সদর ফাজিল মাদরাসায় একজন পরীক্ষার্থী ও দুজন শিক্ষক, আমুয়া চাঁদমিয়া ফাযিল মাদরাসায় তিনজন পরীক্ষার্থী ও তিনজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া রাজাপুর উপজেলায় রাজাপুর মডেল পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোকেশনাল দুজন পরীক্ষার্থী অসাধু উপায় অবলম্বনে করায় বহিষ্কার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন পাইলট স্কুলের কেন্দ্র সচিব।
শিক্ষার্থীরা হলেন, একজন ছাত্র ও একজন ছাত্রী তারা মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় ও লেবুবুনিয়া আদর্শ টেকনিক্যাল স্কুল এর শিক্ষার্থী।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ জানান, জেলা ভিজিল্যান্স টিমের সদস্য জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সামনে হাতানাতে নকলসহ ধরা পড়ায় একটি কেন্দ্র থেকে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তিনি আরো বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়ম রোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। কোনো পরীক্ষাকেন্দ্রে অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় জেলায় ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার এবং এক কেন্দ্রসচিবসহ ১৩ শিক্ষককে আগামী পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
What's Your Reaction?






