টয়লেট পরিচালনা প্রশিক্ষণে চীন যাচ্ছেন তিন কর্মকর্তা

Sep 22, 2025 - 20:27
 0  8
টয়লেট পরিচালনা প্রশিক্ষণে চীন যাচ্ছেন তিন কর্মকর্তা
প্রতীকী ছবি

নতুন পাঁচটি ভিআইপি ভ্রাম্যমাণ টয়লেটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক সরকারি আদেশে (জিও) তাদের বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর জারি করা আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন এ প্রশিক্ষণে অংশ নেবেন।

আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অথবা ছুটি শুরুর তারিখ থেকে সাত দিনের জন্য তারা চীন সফরে যাবেন।

সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নতুন পাঁচটি ভিআইপি মোবাইল টয়লেট সরবরাহের বিপরীতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কম্পানি লিমিটেড। সফরের সব ব্যয় প্রতিষ্ঠানটি বহন করবে এবং ভ্রমণকে কর্মকর্তাদের দায়িত্বের অংশ হিসেবেই গণ্য করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow