দেশে শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন : প্রেস সচিব

Apr 25, 2025 - 19:13
Apr 25, 2025 - 19:16
 0  4
দেশে শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন : প্রেস সচিব
ছবি : সংগৃহীত

দেশের শিল্প কারখানাগুলোতে স্বচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বাসসের।

প্রেস সচিব বলেছেন, গ্যাসের অভাবে কারখানা স্থাপন করতে পারছেন না বলে অনেকে বলেছেন। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে পর্যাপ্ত গ্যাস (বিদেশ থেকে) আনা যায়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সাথে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার কাতার সফর সফল হয়েছে উল্লেখ করে শফিকুল আলম আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন।

দেশের অর্থনীতির উত্থান-পতনের কথা তুলে ধরে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় ৩শ’ ২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে ৬০ কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে। অবশিষ্ট ঋণও কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে। যা বাইরে দেশের জন্য ইতিবাচক সংকেত, যা দ্বারা বুঝায় আমরা ব্যবসার জন্য প্রস্তুত।

চার দিনের সফর শেষে অধ্যাপক ইউনূস আজ শুক্রবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের জন্য দোহা থেকে ইতালির রোমের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow