ধর্ষণ থেকে বাঁচতে নারীদের ‘কারাতে’ শেখার আহ্বান রুবেলের

Mar 9, 2025 - 22:54
 0  2
ধর্ষণ থেকে বাঁচতে নারীদের ‘কারাতে’ শেখার আহ্বান রুবেলের
চিত্রনায়ক রুবেল। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক দেশে ধর্ষণের মতো ঘটনাগুলো ভয়াবহভাবে বেড়েছে। বিভিন্ন বয়সী নারীদের প্রায়ই দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ হওয়ার খবর শোনা যাচ্ছে। এমনকি কোমলমতি শিশুরাও ছাড় পাচ্ছে না ধর্ষকদের হাত থেকে। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই।

দেশের বর্তমান পরিস্থিতিতে নিজেদের রক্ষায় মেয়েদের কারাতে শেখার আহ্বান জানিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি সবসময় বলে আসছি, কারাতে মেয়েদের জন্য খুবই প্রয়োজন। কোনো বিকল্প নেই এর।

অভিনেতা রুবেল বলেন, অনেক বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভাররা ধর্ষণ করেছিল, তখনই আমি বলেছিলাম যে আমাদের মেয়েদের কারাতে শেখা উচিত।

এ তারকা শিক্ষাপ্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেয়া উচিত উল্লেখ করে বলেন, স্কুল-কলেজে কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। আমাদের ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়া বেশি প্রয়োজন।

কারাতে শেখা কেন প্রয়োজন তা উল্লেখ করে রুবেল বলেন, একজন নারী যখন বাইরে যায়, তখন তার আত্মরক্ষার প্রবণতা খুবই কম কাজ করে। তবে একজন নারী যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবে, তখন সে তার নিজের আত্মরক্ষার পাশাপাশি পরিবারকেও রক্ষা করতে পারবে।

এ অভিনেতা বিভিন্ন ধরনের আত্মরক্ষার কৌশলের নাম উল্লেখ করে বলেন, আমি মনে করি, নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় তরুণীদের এটি শেখা উচিত। যদি আমরা আমাদের মেয়েদের কারাতে শিক্ষা দিতে পারি, তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।

প্রসঙ্গত, দীর্ঘদিন হয় পর্দায় দেখা যায় না রুবেলকে। তবে বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরছেন তিনি। সবশেষ ‘ব্ল্যাক মানি’তে দেখা গেছে তাকে। নির্মাতা রায়হান রাফির পরিচালনায় এতে আরও অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পূজা চেরী, অভিনেতা সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow