নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

May 7, 2025 - 18:00
 0  3
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। পরের ম্যাচেও ৮৭ রানের দাপুটে জয় তুলে নিল নুরুল হাসান সোহানের দল। এতে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ 'এ' দল ।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দাপট বজায় রেখে ৮৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই কিউইদের বিপক্ষে সিরিজ জিতেছে সোহানের দল। 

এদিন ৩৪৪ রানের পাহাড়সম রান সংগ্রহ করে বোলারদের জন্য কাজটা আগেই সহজ করে রাখেন স্বাগতিক ব্যাটাররা। মাহিদুল ইসলাম অংকন আর অধিনায়ক নুরুল হাসান সোহান মিলে রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে দেন কিউইদের বোলিং আক্রমণ। সোহানের ব্যাট থেকে আসে ১১২, মাহিদুল অংকন ইনিংস শেষের ২ বল আগে আউট হন ১০৫ করে। 

জবাবে ব্যাট করতে নেমে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়ে নিউজিল্যান্ড। মোসাদ্দেক হোসেন অ্যাকশনে এসে ভাঙেন এই জুটি। আরেক ওপেনার ডেল ফিলিপস অবশ্য ফিফটি হাঁকিয়ে চলে যানে ৭৯ রানে, শরিফুল ইসলাম তাকে ফেরান দলীয় ৯৯ রানে। তিনে নামা জো কার্টার ১৩ রানের বেশি করতে পারেননি। 

কিউই অধিনায়ককে ফিরিয়ে মোসাদ্দেক দখলে নেন নিজের ৩য় শিকার। দলীয় ১৬২ রানে ৬ষ্ঠ, ১৯৫ রানের মাথায় ৭ম উইকেট হারায় নিউজিল্যান্ড। মাঝে সেট হয়ে যাওয়া মিচ হে খেলেন ৩৮ রানের ইনিংস। রেজাউর রহমান রাজার ডেলিভারিতে ক্যাচ লুফে নেন এনামুল হক বিজয়। 

শেষ পর্যন্ত ২৫৭ রানে গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড 'এ' দলের ইনিংস। আর এতেই এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের সিরিজ জয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow