পেছাল রাকসু নির্বাচন, ভোটের নতুন তারিখ ১৬ অক্টোবর

Sep 22, 2025 - 20:00
 0  7
পেছাল রাকসু নির্বাচন, ভোটের নতুন তারিখ ১৬ অক্টোবর
ছবি : সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী মাসের ১৬ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করে ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
 
নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ নেই। এ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে কমিশন সর্বসম্মতভাবে নতুন তারিখ নির্ধারণ করেছে।
 
ঘোষণায় স্বাক্ষর করেন রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow