পেহেলগাম হামলা নিয়ে কেন বিবিসির ওপর ক্ষুব্ধ ভারত

পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলা নিয়ে রিপোর্টিংয়ের জন্য ভারতের সমালোচনার মুখে পড়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনের কাছে তীব্র আপত্তি প্রকাশ করেছে।
পেহেলগামের বাইসরান ময়দানে সন্ত্রাসীরা পর্যটকদের ওপর গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে। নিহতদের অধিকাংশই ছিলেন পর্যটক।
সরকারি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিবিসির প্রতিবেদনে হামলাকারী সন্ত্রাসীদের ‘মিলিট্যান্ট’ বা সশস্ত্র যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে। ভারত সরকার বিষয়টির প্রতিবাদ জানিয়ে বিবিসির কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনের কাছে গভীর অসন্তোষ জানায়। আরও জানায়, এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি ডিভিশন বিবিসির রিপোর্টিং পর্যবেক্ষণ করবে।
এর আগে ২০২৩ সালেও দিল্লি হাইকোর্ট বিবিসির বিরুদ্ধে একটি নোটিশ জারি করেছিল। গুজরাটভিত্তিক এক এনজিওর করা মামলায় সে সময় অভিযোগ করা হয়েছিল, বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিচারব্যবস্থাকে অপমান করেছে।
তথ্যচিত্রটি ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময়কার ঘটনাবলিকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। এটি বিবিসির ওয়েবসাইট ও তাদের টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। ভারত সরকার এটিকে ‘উদ্দেশ্যমূলক’ ও ‘ঔপনিবেশিক মানসিকতার’ প্রতিফলন বলে অভিহিত করে। পরে সরকার ইউটিউব ও টুইটারকে ওই তথ্যচিত্র এবং সংশ্লিষ্ট পোস্ট সরাতে নির্দেশ দেয়।
পরের বছর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট বিবিসির ওপর নিষেধাজ্ঞার দাবি জানানো একটি জনস্বার্থ মামলা খারিজ করে দেন। তবে সেবারই ভারতীয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা লেনদেন আইনের আওতায় তদন্ত শুরু করে।
এদিকে পেহেলগাম হামলার পর ভারতবিরোধী, সাম্প্রদায়িক উসকানিমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে ভারত সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিয়েছে। বন্ধ করা এসব চ্যানেলের মধ্যে রয়েছে ডন নিউজ, ইর্শাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বল নিউজ, রফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, শুনো নিউজ এবং রাজি নামা।
What's Your Reaction?






