বইমেলায় শিশুপ্রহরে আনন্দে মাতলো শিশুরা, সিসিমপুর না থাকায় আক্ষেপ

অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে আনন্দে মেতে উঠলো শিশুরা। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানমালা ‘শিশুপ্রহর’ আয়োজন করে বাংলা একাডামী।
শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় শিশুপ্রহর শেষ হয়। তবে প্রতিবারের মতো এবার মেলার গুরুত্বপূর্ণ আকর্ষণ সিসিমপুরের আয়োজন না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন অভিভাবকরা। এদিকে, সিসিমপুর না থাকার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি কর্তৃপক্ষ।
সরজমিনে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে মেলায় এসেছে। কেউ শিশু চত্বরে ঘুরছে আবার কেউ বাবা-মায়ের সঙ্গে খেলছে। কেউ নতুন খেলার সাথি পেয়ে আনন্দে ছোটাছুটি করছে। অনেকে ঘুরে ঘুরে রকমারি বইও দেখছে।
প্রসঙ্গত, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবার শিশুপ্রহরের আয়োজন করে থাকে বাংলা একাডেমী। আর এই শিশুপ্রহরের মূল আকর্ষণ থাকে সিসিমপুর। তবে এবারের বইমেলার প্রথম শিশুপ্রহরে এর ব্যতিক্রম ঘটলো।
What's Your Reaction?






