৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন : ইনকিলাব মঞ্চ

Jan 2, 2026 - 15:19
 0  2
৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন : ইনকিলাব মঞ্চ
ছবি : সংগৃহীত

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে সরকার ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চ। সেখানে এ হুঁশিয়ারি দেন আব্দুল্লাহ আল জাবের।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। কোনো লুকোচুরি নেই। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই হত্যাকাণ্ডের বিচার শেষ করতে ব্যর্থ হয়, তাহলে ৩০ কার্যদিবস শেষে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব। যে সরকার ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে কিংবা তাদের অবস্থান সম্পর্কে জানাতে ব্যর্থ হচ্ছে, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।’

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে শুধু হত্যাকারীরাই নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত—প্রত্যেককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে হবে। ‘যদি মনে করা হয়, এই হত্যার পেছনের শক্তির বিষয়ে মুখ খুললে সরকার টিকে থাকতে পারবে না, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজনও নেই,’ বলেন তিনি।

জাবের বলেন, ওসমান হাদিকে গুলি করার ২১ দিন এবং তার শাহাদাতের ১৫ দিন পেরিয়ে গেলেও সরকার এখন পর্যন্ত এমন কোনো অগ্রগতির তথ্য দিতে পারেনি, যার ভিত্তিতে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করতে পারে। ‘সরকার এখনো আমাদের জানাতে পারেনি, খুনি কোথায় আছে কিংবা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত,’ বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবে এবং হতে হবে। তবে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে ক্যান্টনমেন্টের বাইরে এসে জনআকাঙ্ক্ষা উপলব্ধি করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow