আশুলিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার ১৯

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার চার আসামীসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার চিত্রশাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্য বিরোধী হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (৪২), একই এলাকার কাশেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), আশুলিয়ার কোন্ডলবাগ এলাকার হাজী কেরামত মিয়ার ছেলে আতাউর রহমান (৪৪) ও আশুলিয়ার ধলপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনুস আলী ইমন (৩৭)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামী।
এছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ নাসিম (২২), মোঃ মাহফুজুর রহমান, মোঃ বাদল হোসেন, মোঃ আব্দুর রহিম (৩৫), মোঃ রায়হান (২৫), মোঃ সিহাদ (২০), মোঃ আল আমিন (২১), মোঃ রাজু আহমেদ, মোঃ স্বপন (৩২), মোঃ নবাব (৩৩), সিরাজুল ইসলাম (৪২), মোঃ আজাদুল ইসলাম (৩০), মোরসালিন (২০), মোঃ সোহেল (৪১) ও মোঃ সোহাগ পেদা (২৬)।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চিত্রশাইল, কোন্ডলবাগ ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।এছাড়াও গত ২৪ ঘন্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও অন্তত ১৫জনকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার ৪ জন আসামীসহ বিভিন্ন মামলায় সর্বমোট ১৯ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






