ওসমানী বিমানবন্দরে ভিড় না করতে নেতাকর্মীদেরকে বিএনপির নির্দেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসন শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এদিন সকাল ১১টা ৫৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা।
তাকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন থেকে আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
তাই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত ও ভিড় না করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে বিএনপি।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
ঢাকায় পৌঁছে ৩০০ ফুট সড়কে সংবর্ধনা নেবেন তারেক রহমান। এরপর মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে যাবেন গুলশানের বাসায়।
What's Your Reaction?

