ঘোড়াঘাটে তাতীঁদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীঁদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা তাতীঁদলের আয়োজনে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ান পরিষদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরু হয়।
উপজেলা তাতীঁদলের সদস্য-সচিব নাজমুল ছাদাত বাবুর সঞ্চালনা ও উপজেলা তাতীঁদলের আহবায়ক রিপন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক আবু সাইদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক-সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য-সচিব মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য-সচিব আল রাজি রাজিব, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন-আহবায়ক মোশারফ হোসেন খোকন, কেন্দ্রীয় তাতীঁদলের সদস্য আবদুল হাদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, উপজেলার ২নং পালশা ইউনিয়ান বিএনপির সভাপতি মিঠু সিদ্দিকী, প্রমখ।
আলোচনা সভা শেষ করে উপজেলা ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে এক বিশাল বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন, পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবকদল, তাতীঁদল, ছাত্রদল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






