ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে সাইকেল নিয়ে রাস্তা পারা-পারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে দশ টার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার মারুপাড়া গ্রামের মৃত আব্দুল কাফির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ম (১১-৮৯১৫) এই নাম্বারের কাভার্ড ভ্যানটি দ্রুত গতিতে আসছিল ওই সময় রাস্তা পারা-পার হতে গিয়ে চালক ও পথচারী দুই জনের কেও না দেখতে পেয়ে এই দুর্ঘটনা ঘাটে।
পরে নিহত আব্দুল বাকী কে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এটি সড়ক বিভাগে মামলা করা হবে।
What's Your Reaction?






