চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ১০ আসামি নতুন মামলায় গ্রেপ্তার

Dec 18, 2024 - 17:05
 0  3
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ১০ আসামি নতুন মামলায় গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাসসহ ১০ জনকে আলিফের ভাইয়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

চন্দন দাস ছাড়া বাকি আসামিরা হলেন- আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য্য, দুর্লভ দাস, সুমিত দাস, সনু দাস। 

এদিন সকালে কড়া নিরাপত্তায় ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বলেন, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই ঘটনায় খুনের শিকার আইনজীবী আলিফের ভাই খানে আলম বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। সেই মামলায় আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাস সহ ১০ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া ছয়টি মামলায় গ্রেপ্তার হন ৪০ জন। তাঁদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জন গ্রেপ্তার হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow