জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানাল অন্তর্বর্তী সরকার

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। ওই প্রতিবেদনে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকাশিত ওই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওএইচসিএইচআর অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে স্বাধীনভাবে এই তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন ও অতিরিক্ত বলপ্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। আওয়ামী লীগ ছাড়াও দলটির সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনসহ বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসব ঘটনায় জড়িত ছিলেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই-আগস্টে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। যাদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তাবাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশই শিশু। এছাড়া ওই সময়ে মানবতাবিরোধী অপরাধের প্রমাণও মিলেছে।
ওএইচসিএইচআরের ওই প্রতিবেদনে র্যাব-এনটিএমসির বিলুপ্তি, রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপে বিরত থাকাসহ অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির সুপারিশ করা হয়েছে।
What's Your Reaction?






