জেলে যাওয়ার আগে বেবী নাজনীনকে যা বলেছিলেন খালেদা জিয়া

Jan 1, 2026 - 18:09
 0  3
জেলে যাওয়ার আগে বেবী নাজনীনকে যা বলেছিলেন খালেদা জিয়া
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন। এ থেকে বাদ যাননি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে চেয়ারপারসনের উপদেষ্টা ও সংগীতশিল্পী বেবী নাজনীন জানিয়েছেন―বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর শূন্যতা সবসময় অনুভব করবে বাংলাদেশের মানুষ।

বেবী নাজনীন বলেন, উনার সঙ্গে আমার শেষ কথা হয়েছিল তিনি জেলে যাওয়ার আগে। ওই সময় আমি তার সঙ্গে ছিলাম। আমার মাথায় হাত রেখে বলেছিলেন, আমি যাচ্ছি, তুমি ভালো থেকো।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তার মধ্যে দেখেছিলাম ধীর-স্থিরতা কিন্তু বলিষ্ঠ। তিনি হাঁটতে হাঁটতে জেলে গেলেন। এই দৃশ্য কখনো ভুলব না আমি।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয় তাকে। 

১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেয়া এই নেত্রী ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow