ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

Aug 1, 2025 - 13:29
 0  3
ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা
ছবি : যমুনা টাইমস

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি 

কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাঙামাটির পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন।

বর্তমানে কাপ্তাই হ্রদের পানিতে সেতুর পাটাতন ডুবে যাওয়ায় পর্যটকদের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্পোরেশন।

শুক্রবার সকালে দেখা যায়, সেতুর বিভিন্ন অংশে পানি উঠে গেছে। ঝুলন্ত সেতুর কোথাও ৬ ইঞ্চি, কোথাও আরও বেশি পানি উঠে গেছে। এমন অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার থেকে তাৎক্ষণিক দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়।

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ‘উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। ইতিমধ্যে সেতুতে ৩ থেকে ৪ ইঞ্চি উঠে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ তাদের নির্দেশে সাময়িকভাবে সেতুতে পর্যটকসহ সর্বসাধারণের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পানি নেমে গেলে দ্রুত খুলে দেয়া হবে।

এদিকে দেশ ও দেশের বাহির থেকে বেড়াতে আসা পর্যটকরা ডুবতে থাকা ঝুলন্ত সেতু দেখে হতাশা প্রকাশ করতে দেখা গেছে।

উল্লেখ, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও ১০৫ এমএসএল হলেই প্রতিবছর ঝুলন্ত সেতুটি ডুবে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow