দুবাইয়ে অটো চালাচ্ছেন সালমান খান!

Feb 21, 2025 - 15:41
 0  9
দুবাইয়ে অটো চালাচ্ছেন সালমান খান!

একের পর এক প্রাণনাশের হুমকিতে ছোট হয়ে গেছে সালমান খানের দুনিয়া। বারান্দায় দাঁড়াতেও দেখা যায় না। কোথাও গেলে সঙ্গে থাকছে ওয়াই প্লাস নিরাপত্তা। ঠিক তখন অভিনেতাকে দেখা গেল অটো চালাতে।

সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানেই ভাইজানকে দেখা গেছে অটো চালক রূপে। তবে এ নিয়ে অন্যকিছু ভাবার অবকাশ নেই। সম্প্রতি হলিউডের সিনেমায় নাম লিখিয়েছেন সালমান। ছবির শুটিং চলছে দুবাই। সেখানেই এমন বেশে দেখা গেছে তাকে।

ওই ভিডিওতে দেখা যায় সালমানের পরনে খাকি রঙের শার্ট। একই রঙয়ের ট্রাউজার। ভেতরে সাদামাটা চেকশার্ট। আর ঘাড়ে রাখা অটোচালকদের মতো রুমাল। সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা যায় ভাইজানকে। 

সালমানের পাশেই দাঁড়ানো সঞ্জয় দত্তের পরনে স্যুট। তাকেও ক্যামিও করতে দেখা যাবে ছবিটিতে। অ্যাকশন দৃশ্যে এক হবেন তারা। যা মন ভরিয়ে দেবে দর্শকের।

সালমানের চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চান না নির্মাতারা। যদিও জানা গেছে চরিত্রটিতে চমক আছে। এর আগে ফাঁস হয়েছে তার আরও একটি লুক। সেখানে দেখা গেছে, অফ হোয়াইট রঙের স্যুটে পকেটে হাত দিয়ে এক রেস্তরাঁয় দাঁড়িয়ে রয়েছেন পর্দার টাইগার। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর হলিউড রিমেক তৈরি হচ্ছে। ছবিটি পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। থ্রিলারধর্মী এ সিনেমায় বিশেষ চরিত্রে থাকছেন বলিউড সুপারস্টার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow