নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও পাঠের অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমির এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী, অভিভাবক আলিমুজ্জামান সেলু, শিক্ষক আসমা আহমেদ, মোঃ কামরুজ্জামান, খন্দকার গোলাম কিবরিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখার মূল ভিত্তি গড়ে ওঠে পরিবারে। শুধুমাত্র শিক্ষকের ওপর নির্ভর না করে অভিভাবকদেরও সন্তানের পড়ালেখার বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখা এবং তাদের পাশে থাকা অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা একজন শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালিত করতে পারে।’
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া বলেন, ‘আমরা চাই অভিভাকরা তাদের সন্তানদের পড়ালেখার বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হোন। নিয়মিত তদারকি এবং সঠিক দিক নির্দেশনা পেলে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করতে পারবে।’
সভায় অংশগ্রহণকারী অভিভাবকরা বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি সচেতন থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
What's Your Reaction?






