নগরকান্দায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরকান্দায় উপজেলার মডেল মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতৃবৃন্দ।
পৌর আমীর হাফেজ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেন।
তালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা ফজলুর রহমান, এ্যাডভোকেট সারোয়ার হোসেন সহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সমাবেশ শেষে বিশাল একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা ৫ দফা বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। এর মধ্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফ্রেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা, নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠুর লক্ষে গ্রহনযোগ্য সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাসহ আরো নানা বিষয়ে জোর দাবি জানান তারা।
প্রধান অতিথি বলেন, ‘‘যথা সময়ে অবাধ, সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ।’’
What's Your Reaction?






