পাবিপ্রবির সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস স্থায়ীভাবে বরখাস্ত

Sep 27, 2025 - 19:28
 0  6
পাবিপ্রবির সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস স্থায়ীভাবে বরখাস্ত
ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয় চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর গত ২৬ জুলাই ২০২৫ তারিখে রিজেন্ট বোর্ডের ৭৩তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

তদন্তে প্রমাণিত হয় যে, একই বিভাগের এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ সত্য। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮-এর ধারা অনুযায়ী তাকে “নৈতিক অসচ্চরিত্রতার দায়ে চূড়ান্তভাবে বরখাস্ত” করা হয়।

২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরখাস্ত কার্যকর করা হয়। বরখাস্তের বিষয়টি দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাওনা থাকলে তা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow