পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এখনও বুঝি না : গয়েশ্বর

Sep 26, 2025 - 22:07
 0  8
পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এখনও বুঝি না : গয়েশ্বর
ছবি : সংগৃহীত

নির্বাচনের স্বার্থে আমরা চুপ করে আছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা যদি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, আমরা যদি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারি- একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায় করা আমাদের পক্ষে সম্ভব। যারা ভোটে জয়লাভ করবেন না, অন্য পদ্ধতিতে আপনাদের সংসদে আসতেই হবে- এমনটার প্রয়োজন নাই।

পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এখনও বুঝি না। কোন কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদ লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার রাজধানীর লালবাগ মডেল স্কুল এন্ড কলেজ মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ সংলগ্ন কেল্লার মোড় শ্বসান ঘাটে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ঢাকা-৭ আসনের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, আগে ধানের শীষে ভোটটা নিশ্চিত করেন। আলাদা আলাদা যদি আপনারা ভোট চান তাহলে জনগণ বিভ্রান্ত হবে এবং কর্মীরা বিভক্ত হবে। মনোনয়ন পাওয়ার পরে বিভক্ত কর্মীদের তখন ঐক্যবদ্ধ করা খুবই কষ্টকর হবে। 

তিনি বলেন, সামনে দুর্গাপূজা। যারা ষড়যন্ত্রকারী তারা যেনো এই পূজাটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের ১৭ বছরের আন্দোলন, যাদের আত্মত্যাগ- সবই বৃথা যাবে।  

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow