পূজা মন্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার নিশ্চিত করা হবে : খুলনা নৌ অঞ্চলের অঞ্চলিক কমান্ডার

জসিম উদ্দিন, মোংলা
নিরাপর্ত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মোংলায় পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে মত বিনিময় করেছেন, বাংলাদেশ নৌবাহিনী খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল একে এম জাকির হোসেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মোংলার দিগরাজ কালী মন্দিরে নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিজেন্ট এর টহল কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে মতবিনিময় করেন পুজা উৎযাপন কমিটির সাথে। পরে পুরোহিত, সনাতন ধর্মাবলম্বীদের সাথে পুজার শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় খুলনা নৌ অঞ্চলের প্রধান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব প্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপকুলীয় এলাকা খুলনা, বাগেরহাট, কুতুবদিয়া, মহেশখালী, হাতিয়া, সন্ধীপ, সেন্ট মার্টিন, কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ, ভোলা, বরগুনা এলাকার পূজা মন্ডপ গুলোতে নৌবাহিনী দায়িত্ব পালন করছে। যে কোন অপ্রিতীকর পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী প্রস্তুত বলে তিনি জানান।
এসময় পুজারিরা জানান, অতীতের যে কোন সময়ের চেয়ে এবার তারা সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন।
What's Your Reaction?






