বলাকা ভবনে বিমান চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাকরিচ্যুত বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর কুর্মিটোলা বলাকা ভবনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। বর্তমানে তারা ভবনটির সামনে অবস্থান নিয়ে চাকরি পুনর্বহালের দাবি জানাচ্ছেন।
আন্দোলনকারীরা জানান, ১২ আগস্ট বিমানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিমানের সকল চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য বিমান প্রজ্ঞাপন জারি করে। তবে ১ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত আমরা কোনো সমাধান হয়নি। অথচ একই প্রজ্ঞাপনের ওপর ভিত্তি করে কয়েকজনকে চাকরিতে পুনর্বহাল করা হলেও বেশিরভাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রতিহিংসার শিকার হয়ে বিমানের অসংখ্য কর্মকর্তা-কর্মচারী চাকরি হারায়। এমনকি এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত হয়ে উচ্চ আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে এলেও তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়নি।
আন্দোলনকারীরা আরও জানান, চাকরিতে পুনর্বহালের এক দফা দাবি না নিলে ধারাবাহিক আন্দোলন চলবে।
What's Your Reaction?






