বাংলাদেশসহ ৯ দেশে আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার তথ্য ভুয়া : রাষ্ট্রদূত

বাংলাদেশসহ নয়টি দেশকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার যে সংবাদ বিভিন্ন বাংলাদেশি মিডিয়ায় প্রচার হচ্ছে সেটা সঠিক নয় বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। দেশের মিডিয়াতে সংবাদটি অধিক গুরুত্ব পেলেও আমিরাতে অবস্থান প্রবাসীরা এর কোনো সত্যতা পায়নি।
বাংলাদেশি টাইপিং সেন্টার গুলোর সাথে কথা বললে তারা জানান (স্নাতক ডিগ্রী ডিগ্রিধারী) সার্টিফিকেট দিয়ে এখনো বাংলাদেশের ভিসা ইস্যু হচ্ছে এবং আজকেও হয়েছে। ইউএই ভিসা অনলাইন নামক যে ওয়েবসাইটে এ তথ্য দিয়েছে সেটি সরকারি কোনো ওয়েবসাইট নয় বলে জানান তারা। তারা বলে সেটা সাধারণ ভিসা ব্যবসায়ীর একটা ওয়েবসাইট। সেটা দেখে দেশের মিডিয়ার এ ধরনের সংবাদ কোনোভাবেই প্রবাসীদের কাম্য নয় বলে জানান তারা।
এ বিষয়ে রাষ্ট্রদূত তারেক আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ধরনের কোনো সংবাদ আমরা আমিরাত সরকার থেকে পায়নি। এটি গুজব বলেও জানান তিনি। তবে শনি রবিবার ২দিন সরকারি ছুটি হওয়ায় তিনি এ বিষয়ে আমিরাত কর্তৃপক্ষের সাথে এখানো কথা বলতে পারেননি বলে জানান।
উল্লেখ্য আমিরাতে বাংলাদেশের শ্রমিক ভিসা ও অভ্যন্তরীণ ভিসা পরিবর্তন আগেই থেকেই বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে ভিজিট ভিসা ও ফ্যামিলি ভিসা তবে বাংলাদেশের জন্য হাই প্রফেশন ভিসা চালু রয়েছে বাংলাদেশি টাইপিং সেন্টার গুলো।
What's Your Reaction?






