বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা

Sep 20, 2025 - 21:05
 0  11
বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শেষে আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা বলের এই সিরিজ দুটির জন্য আলাদা আলাদা দল দিয়েছে আফগানিস্তান।

আজ ঘোষিত টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের কোনোটিতেই জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতের। টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন ওপেনার ওয়াফিউল্লাহ তারাখিল ও ফাস্ট বোলার মোহাম্মদ সালিম সাফি। এছাড়া বশির আহমেদ ও আব্দুল্লাহ আহমেদজাই সুযোগ পেয়েছেন দুই ফরম্যাটের দলেই। মুজিব উর রহমানকে রাখা হয়েছে কেবল টি–টোয়েন্টি স্কোয়াডে, ওয়ানডেতে তিনি নেই।

রশিদ খানের নেতৃত্বে ঘোষিত টি–টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রাফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদ। রিজার্ভে রাখা হয়েছে রহমত শাহ ও এএম গাজানফারকে।

অন্যদিকে, ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহিদি। তার সঙ্গে স্কোয়াডে আছেন ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখাইল, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোটি, রশিদ খান, সালিম সাফি, আব্দুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদ। এ দলে রিজার্ভে থাকবেন বিলাল সামি ও ফারিদুন দাউদজাই।

এশিয়া কাপের ঠিক পরপর ২ অক্টোবর শুরু হবে আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ৩ ও ৫ অক্টোবর। এরপর ৮, ১১ ও ১৪ অক্টোবর দুই দল লড়বে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে। দ্বিপাক্ষিক লড়াইয়ের দিবারাত্রির প্রতিটি ম্যাচই হবে মরুদেশ আরব আমিরাতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow