ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভা ঘিরে উত্তেজনা, ককটেল উদ্ধার

Feb 27, 2025 - 16:49
 0  12
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভা ঘিরে উত্তেজনা, ককটেল উদ্ধার
ছবি : সংগৃহীত

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল ২৮ ফেব্রুয়ারি একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। এদিকে, একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজ গ্রুপের আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সমর্থিতরা। 

একই দিনে বিএনপির দু’গ্রুপের সভা আহ্বান করায় দেখা দিয়েছে উত্তেজনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রুমিন ফারহানার সভাস্থলের পিছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বিষয়টিকে রাজনৈতিক নোংরামি হিসেবে দেখছেন রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে বিএনপির দু’গ্রুপের সভা করার অনুমতির আবেদন থেকে দেখা যায়, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ফেব্রুয়ারি একটি সভা করার অনুমতি চেয়ে ১০ ফেব্রুয়ারি আবেদন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বিপ্লব। আবেদনে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয়। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেয়া হয়। এই সভায় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

অন্যদিকে, এই আবেদনের ১০ দিন পরে একইদিনে ও একই স্থানে ২০ ফেব্রুয়ারি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মী সভা আহ্বান করে আরেকটি আবেদন করে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেয়া হয়।

এদিকে, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভার আয়োজনের জন্য তিনদিন যাবত মঞ্চ তৈরিক কাজ করছিল লোকজন। বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন। বিএনপির দুই গ্রুপের সভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল উপজেলাজুড়ে। এরই ধারাবাকিতায় বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পিছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এই বিষয়ে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তকিম পাটোয়ারি জানান, আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। ইতোমধ্যে সেনা সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ এই কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিষয়ে বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এগুলো করছে। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকান্ডে মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow