ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো : প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা নিয়ে সম্প্রতি আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগ পুরোপুরি নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো ‘বিদ্বেষমূলক সহিংসতা’ নেই। বরং ভারতের কিছু গণমাধ্যম ও মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে।
অধ্যাপক ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো।
তিনি আরও জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত রাখতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে।
২০২৪ সালে ব্যাপক গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই একটি সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, শুরুতে তিনি এই দায়িত্ব নিতে চাননি।
‘আমি বিস্মিত হয়েছিলাম’, বলেন ইউনূস। ‘তবে যখন দেখলাম মানুষ তাদের জীবন বাজি রেখে এই আন্দোলন করছে, তখন ভাবলাম, তাদের এত ত্যাগের পাশে আমাকেও দাঁড়াতে হবে।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সময় নিয়ে নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ। এ ছাড়া, রোহিঙ্গা সংকট ও রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ সম্পর্কেও তাকে প্রশ্ন করা হয়।
অধ্যাপক ইউনূস সরাসরি উত্তর না দিলেও ইঙ্গিত দেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।
What's Your Reaction?






