ভারতের কুম্ভমেলায় আবারও আগুন

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মহাকুম্ভ নগর অঞ্চলের ১৮ নম্বর সেক্টরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর এনডিটির।
খাক চৌকি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর যোগেশ চতুর্বেদী পিটিআইকে বলেছেন, পুরাতন জিটি রোডের তুলসী চৌরাহায় একটি ক্যাম্পে আগুন লাগে। তবে ফায়ারফাইটারদের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, চলমান মহাকুম্ভে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে ৩৯৭.৪ মিলিয়নেরও বেশি মানুষ পবিত্র স্নান করেছেন। গত বুধবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্নান করেছেন।
এই ঘটনাটি ঘটার এক সপ্তাহ আগে প্রয়াগরাজের চাতনাঘাট এলাকায় একটি খোলা জায়গায় ১৫টি তাবুতে আগুন লাগে। সেখানে কোনো প্রাণহানি ঘটেনি এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। পরে জানা যায়, সেই তাবুগুলো অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়।
তার আগে গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু হয় এবং ৬০ জন আহত হন। উত্তর প্রদেশ সরকার মৃতদের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে একটি বিচারিক কমিটি রাজ্য সরকারকে তার প্রতিবেদন জমা দেবে।
গত ১৩ জানুয়ারি এবারের মহাকুম্ভ মেলা শুরু হওয়া হয়, যা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মহাকুম্ভের বাকি স্নান পর্ব হবে ১২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি।
What's Your Reaction?






