ময়মনসিংহে মাস্ক পরে বাড়িঘরে হামলা, ভিডিও ভাইরাল

Feb 12, 2025 - 18:08
 0  10
ময়মনসিংহে মাস্ক পরে বাড়িঘরে হামলা, ভিডিও ভাইরাল
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে রাতে মাস্ক পরে বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। ভাঙা হচ্ছে মোটরসাইকেল। নগরের হরিকিশোর রায় সড়কের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, অন্তত ১৫টি বাড়িতে হামলা হয়েছে। তবে হামলার কারণ অজানা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, কতিপয় তরুণ মাস্ক পরে বাড়িঘরে হামলা চালাচ্ছে। একটি মোটরসাইকেলেও ভাঙচুর করে হামলাকারীরা। এ ঘটনার সময় হরিকিশোর রায় সড়কে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হরিকিশোর রায় আরজু মনি বলেন, ‘আমার দেবর টুটনের ছেলে উমর ফাহাদের বন্ধুদের বাগবিতণ্ডা হয় বাগানবাড়ির ছেলেদের সঙ্গে। এ নিয়ে আমাদের এলাকার অন্তত ১৫-২০টি বাড়িতে হামলা হয়েছে।’

মালতি ঘোষ জানান, মঙ্গলবার রাত ৮টা থেকে হামলা শুরু হয়। কমপক্ষে ৫০টি ছেলে হামলা চালায় বেশ কয়েকবার। তাদের বাসায় পুরুষ ছিল না। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে এ হামলা কোনো রাজনৈতিক কারণে নয়। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটছে। হরিকিশোর রায় সড়কে দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। সে বিরোধপূর্ণ জমিতে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির বিষয় নিয়ে এ ধরণের হামলার ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow